অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১১ মে (শনিবার) রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল।
সোমবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর বিকালে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।
এ সময় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, সরকার জনগণের অবস্থা দূর্বিষহ করে তুলেছে। ব্যাকিং খাত, আর্থিক খাতসহ সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা। মেঘা প্রজেক্টের নামে চলছে মেঘা দুর্নীতি। এ অবস্থা থেকে জাতিকে উত্তরণ করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।
মুন্না বলেন, যুবদল একটি শক্তিশালী সংগঠন। এই শক্তি কাজে লাগিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
যুবদল সাধারণ সম্পাদক বলেন, যুবদল শান্তি প্রিয় রাজনীতিতে বিশ্বাস করে। শান্তিপূর্ণ আন্দোলনকে যদি সরকার দুর্বলতা মনে করে তাহলে ভুল করবে। সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারাদেশে বিএনপি-যুবদলসহ হাজার হাজার নেতাকর্মীদের বিনা কারণে কারাবন্দী করছে। বিরোধী মতধারীদের গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। আসলে ক্ষমতা হারানোর আতঙ্ক থেকেই সরকার এগুলো করছে।
ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় (ভার্চুয়ালি) এতে বক্তব্য রাখেন যবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক আবদুল করিম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, মাহফুজার রহমান, সাখাওয়াত হোসেন চয়ন, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান বাপ্পি, পার্থ দেব মণ্ডল সহ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, এম এ গাফফার, যুবদলের কেন্দ্রীয় নেতা নুরে আলম সিদ্দিকী সোহাগ, তানভীর হাসান সোহেল, সদস্য মিজানুর রহমান সুমন, মোরশেদ আলম, সাইদুর রহমান শামীম প্রমুখ।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581