1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেন সানজিদা - ধানের শীষ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেন সানজিদা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডস সরকারের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মনোনীত ৭ জন মানবাধিকার কর্মীর দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতা, ন্যায়বিচার ও নিপীড়িত মানুষের অধিকারের প্রশ্নে সানজিদা ইসলাম তুলির দীর্ঘদিনের নিরলস আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনের নজরে এসেছে। তার এই মনোনয়ন বাংলাদেশের গণতন্ত্রকামী ও অধিকার–সচেতন মানুষের জন্য গর্বের বিষয়।

‘মায়ের ডাক’ সংগঠনটি গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের পাশে দাঁড়ানো ও তাদের অধিকারের প্রশ্নে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সংগঠনের সমন্বয়ক হিসেবে সানজিদা ইসলাম তুলি এ পরিবারগুলোর জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ধারাবাহিকভাবে কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট