1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সারা দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর রয়েছে : ব্রিফিংয়ে শফিকুল আলম - ধানের শীষ
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান মানুষের ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন: ভাসানটেকে তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা ১৫ বছর যারা ভোট ডাকাতি করেছে, তাদের সঙ্গে এদের পার্থক্য: তারেক রহমান ভালুকায় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা ভোটের লড়াইয়ে বিএনপির ৭৪ বিদ্রোহী প্রার্থী; বহিষ্কার আরও ৫৯ আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ এনসিপির এলিটিজম বনাম তৃণমূল রাজনীতির বাস্তবতা, গণতন্ত্রের নামে কার রাজনীতি? গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জামায়াত

সারা দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর রয়েছে : ব্রিফিংয়ে শফিকুল আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বুধবার ১২ ফেব্রুয়ারী সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁর উপদেষ্টা পরিষদের সদস্য, গুম কমিশনের সদস্য, ভুক্তভোগী এবং একটি দেশি ও দুটি বিদেশি গণমাধ্যমকর্মী নিয়ে রাজধানীর তিনটি আয়নাঘর পরিদর্শন করেন। শুধু রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি এবং বিদেশি গণমাধ্যমের মধ্যে আলজাজিরা ও নেত্র নিউজের প্রতিনিধি সঙ্গে ছিলেন। সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত এবং উত্তরার আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে দুটি র‌্যাবের এবং একটি ডিজিএফআইয়ের আয়নাঘর।

পরিদর্শনের সময় আয়নাঘরের দেয়াল দেখে চিনতে পারেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর টর্চারসেলে (আয়নাঘর) আটকে রাখা হয়েছিল জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। তাঁরা জানান, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাঁদের তুলে নেওয়া হয়। আয়নাঘর পরিদর্শনের পর আসিফ জানান, তাঁকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের ওপরের অংশের খোপগুলোতে এগজস্ট ফ্যান ছিল, এখন নেই।

আসিফ আরও জানান, তিনি দেয়াল দেখে কক্ষটি চিনতে পেরেছেন। কক্ষটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে। ওই কক্ষে তাঁকে চার দিন আটকে রাখা হয়েছিল। এ সময় বাইরের কারও সঙ্গে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। টয়লেট ছিল কক্ষের বাইরে এবং তাঁকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো। আয়নাঘর পরিদর্শনের পর নাহিদ জানান, তাঁকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সে কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। ৫ আগস্টের পর এ সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়।

প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের আয়নাঘর পরিদর্শনের পর বেলা আড়াইটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রসঙ্গে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। তার আগে আয়নাঘর নিয়ে (বিটিভি) ধারণকৃত ভিডিও ও প্রেস উইং এবং পিআইডির ছবি গণমাধ্যমে পাঠানো হয়।

ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, সারা দেশে এমন ৭০০ থেকে ৮০০ আয়নাঘর রয়েছে। সেখানে ভুক্তভোগীদের কীভাবে রাখা হতো, কীভাবে তাদের নির্যাতন করো হতো, কীভাবে তারা দিনগুলো কাটিয়েছেন এ পরিদর্শনে এর একটা বিবিধ চিত্র দেখা গেছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রতিটি খুঁজে বের করা হবে বলেও জানান প্রেস সচিব। হিউম্যান রাইটসওয়াচের বরাত দিয়ে তিনি বলেন, নিউইয়র্কভিত্তিক এ মানবাধিকার সংগঠনের রিপোর্টে স্পষ্ট লেখা আছে, এ গুম-খুনের সঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনা জড়িত। তাঁর অর্ডারে বেশির ভাগ ঘটনা ঘটেছে।

আয়নাঘরের কোনো আলামত নষ্ট হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কিছু কিছু জায়গায় প্লাস্টার করা হয়েছে; কোনো কোনো জায়গায় কক্ষটি একটু ছোট ছিল যেটা ভেঙে বড় দেখানো হয়েছে। এটা ইচ্ছাকৃত নাকি তা গুম কমিশন দেখছে বলেও জানান তিনি। পূর্ণ তদন্তের জন্য প্রতিটি আয়নাঘর সিলগালা করে রাখা হবে বলেও জানান।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের যারা গুম, খুন হত্যাকাে র সঙ্গে জড়িত, যাদের হাতে রক্ত তাদের সবার বিচার হবে।

আওয়ামী লীগের দায় প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ পার্টির কী হবে, সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ দেখছে ১৫ বছর তারা কী করেছে। তারা উন্নয়নের গল্প শুনিয়েছে, কিন্তু আমরা গিয়ে দেখলাম শুধু অন্ধকার …!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট