অনলাইন ডেস্ক : সরকারের কর্মকর্তাদের দুর্নীতির গোমড় বের হতে শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কর্মকর্তারা কী পরিমাণে দুর্নীতি করেছে, লুট করেছে তার গোমর এখন একে একে বের হচ্ছে। সরকার ক্ষমতায় থাকতেই এসব দুর্নীতির কথা প্রকাশ পাচ্ছে, আর পতন হওয়ার পর দেখা যাবে এরা কত লাখ কোটি টাকা লুট করেছে।
রবিবার রাজধানীর বংশাল রওশন মহল কমিউনিটি সেন্টারের ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, আজকে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও কোটি কোটি টাকার মালিক। কোথায় থেকে এলো এই টাকা? ক্ষমতাসীন দলের এমপি প্রকাশ্যে দুর্নীতি করে নির্বাচনি ব্যয়ভার ওঠাবেন বললেও সরকার নিশ্চুপ। কারণ, দুর্নীতি করার জন্য সরকার দলীয় নেতাদের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে। জনগণের টাকা লুটকারীদের বিচার এই দেশেই হবে।
৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাইজুদ্দিন তাইজু, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান ভান্ডারী, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ খোকন, ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি তাজুল ইসলাম তাজু, বংশাল থানা বিএনপি নেতা নজরুল ইসলাম নাসির, জাহাঙ্গীর, মোহাম্মদ লিটন, চান মিয়া, সাদ্দামসহ ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581