নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসী হামলার শিকার নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ লাকসাম কুমিল্লার ব্যবস্হাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ২৪ তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো: আবু ছায়েদ।
নিজ বাসা খিলগাঁও সিপাহিবাগ বাজারের নিকটে সন্ত্রাসী দ্বারা অতর্কিত হামলার শিকার হন তিনি।
হামলায় তাহার বাম পা ভেংগে যায়। শরীরের বিভিন্ন জায়গাসহ মাথা, বাম হাত, ডান পা এবং বুকের ডান পাশে সাংঘাতিক ক্ষতের সৃষ্টি হয়।
এমতাবস্হায় তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসীরা এসে তাঁকে উদ্ধার করে প্রথমে খিদমাদ হাসপাতালে পরে পঙ্গু হাসপাতালের পর এখন শ্যামলী ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
২১ জুন শুক্রবার রাতে সংঘঠিত এ ঘটনার পর খিলগাঁও থানাকে অবহিত করা হলে পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় সন্ত্রাসীকে গ্রেফতার করে এবং ভিকটিমের বড় ভাই বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581