অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন বলেছেন, মাতৃভূমির সম্পদ যারা লুট করেছে, তারা দেশ প্রেমিক হতে পারে না- তাদের বিচার এদেশেই হবে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, তাদের জন্য আমরা পথ সুগম করতে সংস্কার করছি। সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেব। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব। দেশের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে ছাত্রদের উপর।
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত দু'দিন ব্যাপী বার্ষিক ইসলামী জোড় সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, ক্ষমতার জন্য মানুষ পাগল। ক্ষমতার জন্য কোটি কোটি টাকা খরচ করে। এখন আমরা ক্ষমতায়। আমরা এখন কারবালার ময়দানে আছি। যারা লোভ ত্যাগ করতে পারে, ক্ষমতা ও টাকার লোভ যারা ত্যাগ করতে পারে, তারাই আল্লাহর জমিনে সম্মানী। তারা এত টাকা কামিয়েছে যে, তা দেশে রাখার জায়গা নেই। তাই তারা বিদেশে পাচার করেছে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581