অনলাইন ডেস্ক : রিফর্মের (সংস্কার) নামে নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেছেন, 'আপনাদের তো কোনো ম্যান্ডেট নেই। ইলেকশন দিন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি পার্লামেন্টে আলোচনা করবে, কী কী সংস্কার করা দরকার। রিফর্মের (সংস্কার) নামে নির্বাচন পেছানো ঠিক হবে না।'
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জিয়া প্রজন্ম দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'আপনাদের (অন্তর্বর্তী সরকার) আজকে এত সমস্যা হচ্ছে, কারণ আপনাদের কোনো ম্যান্ডেট নেই।'
বিএনপির এ নেতা বলেন, 'প্রশাসনের প্রাণকেন্দ্রে (সচিবালয়ে) আগুন লাগে, কোথায় আপনাদের গোয়েন্দা? এই সরকারের চার মাস হয়ে গেছে, এখনো তেমন কোনো উন্নতি মানুষ দেখে নাই।'
টুকু আরও বলেন, 'সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। আপনারা (অন্তর্বর্তী সরকার) সবার সঙ্গে নেগোশিয়েট করতে পারবেন না। এর জন্য রাজনৈতিক সরকার লাগবে।'
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581