অনলাইন ডেস্ক : শেখ হাসিনাসহ সেখানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের ভারত কেন পুশইন করছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ প্রশ্ন তোলেন।
রিজভী বলেন, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় অনেক বাঙালি বাস করেন। মুসলিম ধর্মের অনুসারী অনেক বাঙালি আছে। আমাদের জাতীয়তা-পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, সংস্কৃতি বাংলা। বাঙালি সংস্কৃতি কিন্তু পশ্চিমবঙ্গ অর্থাৎ ইন্ডিয়াতে বসবাস করা বাঙালি মুসলমান তো অনেক আছে। তাদের জোর করে পুশইন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ, তাকে পুশইন করছেন না কেন?
তিনি বলেন, ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করছে। কিন্তু তারা মুসলমান এবং বাংলা ভাষায় কথা বলেন, এজন্য তাদের ধাক্কা দিয়ে জোর করে পুশইন করা হচ্ছে। সরকার কেন তাদের পুশ ব্যাক করছে না? এটা হচ্ছে একটা দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী সরকারের দায়িত্ব। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের দুর্বৃত্ত লুটেরা, ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে।
ভারত বাংলাদেশে তাদের পছন্দের সরকার চায়। সে সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক, তাতে তাদের কোনো দায় নেই-এমনটি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে, যারা সাম্রাজ্যবাদী দেশ, তারা যখন অন্য দেশকে দখল করতে চায়, তখনই এসব করে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581