অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এ সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁদের জন্য বরাদ্দ করা প্রতীক হচ্ছে ‘শাপলা কলি’। এ ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে তফসিল ঘোষণা করার জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নাহিদ। এ ছাড়া নাহিদ ইসলাম গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনকে সাধুবাদ জানান। একই সঙ্গে এ সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন।
রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় তফসিল ঘোষণা করুক ইসি-নাহিদ ইসলাম : রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে তফসিল ঘোষণা করার জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিদ্যমান পরিস্থিতিতে সব দলের জন্য নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করা ইসির কর্তব্য বলেও জানান তিনি। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গণভোটে শুধু একটি প্রশ্ন থাকলে ভালো হতো। জুলাই সনদ বাস্তবায়নে রাজি নাকি রাজি না। এখন এতগুলো প্রশ্ন থাকায় জটিল হয়ে গেছে ব্যাপারটা।’
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581