অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।
তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে ২০১৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা ওই রিট করেছিলেন। প্রাথমিক শুনানির পর সে সময় রুলসহ আদেশ দেন হাইকোর্ট। আদালত সে সময় তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞা দেন।
বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে রিটটি না চালানোর কথা জানান, আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা। পরে হাইকোর্ট বক্তব্য-বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেন।
তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ বিষয়ে বলেন, ‘বৃহস্পতিবার মামলাটি কার্যতালিকায় ছিল। তবে রিটকারী উপস্থিত হয়ে বলেন, তিনি আর মামলাটি চালাতে চান না। পরে এটি নন প্রসিকিউশন হয়েছে। এতে যে নিষেধাজ্ঞা ছিল তা আর কার্যকর নেই।’
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581