অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম উপস্থিত ছিলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, ক্যাবিনেট বৈঠকে মূলত তিনটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত. সরকারি চাকরিতে প্রবেশের বয়স নির্ধারণ নিয়ে। এ ক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। দ্বিতীয়ত. এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না। হজের খরচ কমানোর চেষ্টা করা হবে। এ মাসের শেষে হয়তো হজ প্যাকেজ ঘোষণা করা হবে। তৃতীয়ত. বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে। এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে। আবার কিছু রাজনৈতিক দল বলেছে রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। একই রাজনৈতিক দল থেকে এর বিপক্ষেও মত এসেছে। বিষয়টি নিয়ে আমরা ভাবছি। এ নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। এটা রাজনৈতিক বিষয়। এ ব্যাপারে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়া হবে। এটা নিয়ে তাড়াহুড়া নেই। আবার যেহেতু গণদাবি উঠেছে, তাই বিলম্বও করতে চাচ্ছি না।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581