অনলাইন ডেস্ক : আসছে রমজান মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল নির্বাচন কমিশন (ইসি) দিবে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ
মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব।
ইসি অতিরিক্ত সচিব বলেন, কমিশন চার ধাপে নির্বাচনের কথা বলেছেন উপজেলায়। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল হবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রকল্প যেহেতু পাস হয়নি যেগুলো ভালো ছিল হয়তো ২০ থেকে ২৫টি আসনে ইভিএমে ভোট করতে পারতাম। এখন যেগুলো ভালো আছে, সেই উপজেলাগুলোতে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত হবে।
দেশে উপজেলার সংখ্যা মোট ৪৯৫টি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২ টি; মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581