প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৮:৫৮ এ.এম
মা মানে রাজপথ

মা মানে রাজপথ
*****
মোহাম্মদ এহছানুল হক ভূঁইয়া
==================
হঠাৎ একদিন—
মা, তুমি হারাওনি,
তুমি নেমে গেছো রাজপথে,
আমাকে দাঁড় করিয়ে দিয়েছো ইতিহাসের কাতারে!
আটাশি’র বন্যায়
নদী–খাল ভেঙে যখন উঠেছিল হাহাকার,
যে হাত ধরেছিল আমার বুক—
সে হাত বলেছিল,
ভেসে থাকা নয়, লড়াই করাই হোক মানুষের অধিকার!
সেই দিন থেকেই
পাল্টে যায় জীবনের মানচিত্র,
ধানক্ষেতের আল ধরে হাঁটতে হাঁটতে
শপথ নিয়েছিলাম—
মা, তোমার নামেই গড়বো প্রতিরোধের চিত্র!
দুঃখ–কষ্ট, আনন্দ–বেদনা
একই ঝুলিতে বেঁধে তুমি,
কৃষকের ফাটা হাতে,
ধানের শীষের মতো মাথা উঁচু করে
নগ্ন পায়ে হেঁটে গেছো মিছিলে—
চোখে আগুন, বুক ভরা ভূমি!
মা, তুমি শুধু জন্ম দাওনি—
তুমি শিখিয়েছো কথা,
তুমি ছিলে পতাকা,
তুমি ছিলে শোষণের বিরুদ্ধে প্রথম শপথগাথা!
স্বৈরাচারী ও ফ্যাসিস্টের শাসনে
যখন রাত নামতো গুমের কালো ছায়া,
যখন নির্যাতন, হত্যা
রাষ্ট্রের ভাষা হয়ে উঠতো—
তখন তুমি বলেছিলে, মা—
“ভয় নয়, নীরবতা নয়!”
আজও যখন রাজপথ ডাকে—
আমার কণ্ঠে গর্জে ওঠে বজ্রধ্বনি,
“মাথা নয়, নতজানু নয়—
ইতিহাস লেখে লড়াকু জননী!”
মা—
তুমি নাম নও,
তুমি নদীর স্রোত,
তুমি কৃষকের ঘাম,
তুমি ধানের শীষে লেখা প্রতিরোধের কোড।
যতদিন শোষণ আছে—
যতদিন গুমের রাত,
যতদিন মাটিতে রক্ত পড়ে—
ততদিন তোমার জন্মদিন,
ততদিন—
মা মানে রাজপথ।
প্রধান সম্পাদক :
মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত