অনলাইন ডেস্ক : নির্বাচনপূর্ব ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে আসা যুক্তরাষ্ট্রের দুই সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন এবি পার্টির নেতারা। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) মূল্যায়ন দলের সদস্যদের সঙ্গে মঙ্গলবার গুলশানের একটি হোটেলে এ বৈঠক হয়।
এবি পার্টির নেতাদের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া ও সহকারী সদস্য সচিব নাসরীন সুলতানা মিলি।
অন্যদিকে মার্কিন যৌথ মূল্যায়ন দলের সদস্যদের মধ্যে বৈঠকে ছিলেন আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআই যৌথ টিমের নিরাপত্তা ও শারীরিক নির্যাতন বিশ্লেষক নেনাদ মারিনকোভিচ এবং তথ্য পরিবেশ বিশ্লেষক ইভালো পেনশেভ।
বৈঠক শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, মার্কিন প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে নয়, নির্বাচনপূর্ব এবং পরবর্তী সহিংসতা পর্যবেক্ষণ করতে এসেছেন। তারা ভোট কেন্দ্রিক সরকারি দলের সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সহিংসতা বিষয়ে জানাতে চেয়েছেন। এবি পার্টি কেন নির্বাচন বর্জন করেছে, কেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, তা জানতে চেয়েছে। এবি পার্টিসহ কার্যকর রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন না দেওয়ার বিষয়েও প্রশ্ন করেন।
জবাবে এবি পার্টি কী বলেছে, জানতে চাইলে তাজুল ইসলাম বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন দেশকে আরও বিভক্ত করবে, গভীর সংকটে ফেলবে। সরকার দলীয় নির্বাচনী সহিংসতার ফলে দেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ বিপর্যয় ঘটবে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581