অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, 'প্রত্যেকটি গ্রাম, ইউনিয়নে এবং উপজেলায় নতুন এই দল এনসিপির পক্ষ থেকে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই। কারণ আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই তারা মাঠ পর্যায়ে গিয়ে দেখলে আসল পরিস্থিতি বুঝতে পারবো। মানুষ কীভাবে আছে বা তারা কী চায়।'
বুধবার বিকেলে পঞ্চগড়ের আটোয়ারীর ধামোর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, 'এনসিপির পক্ষ থেকে পুরো বাংলাদেশে আমরা যারা রয়েছি, তারা সকল মানুষের সঙ্গে কাজ করতে চাই। সে বিষয়গুলো মাঠে গিয়ে তুলে ধরছি। কারণ খুব স্বাভাবিকভাবেই গ্রামেগঞ্জে আমার পার্টির নাম ও মার্কার নাম জানা দরকার। আমি কি কাজ করতে চাই। আমার মন-মানসিকতা কেমন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি খালি নির্বাচনের সময় আছি, নাকি অন্য সময় আছি, না জনগণের দরকার তখন আসি।'
পথসভায় সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য দেড় হাজারের অধিক মানুষকে খুন করেছে। কারণ সে জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। তাই বিগত তিনবারের মত টিকে থাকতে সেই বল প্রয়োগের চেষ্টা করে এই হাসিনা।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581