অনলাইন ডেস্ক : গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-বুরেইজ ও আল-মাগাজি শরণার্থী শিবির এলাকা এবং দেইর আল-বালাহ শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে মেডিকেল সূত্র।
শুক্রবার গাজা উপত্যকার আল-আকসা হাসপাতালের মুখপাত্র খলিল আল-দাকরান আনাদোলুকে জানিয়েছেন, মধ্য গাজায় ইসরায়েলি হামলায় ৫৪ নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত ফিলিস্তিনিকে হাসপাতালে আনা হয়েছে।
তিনি আরও বলেন, ‘মধ্য গাজায় তীব্র ইসরায়েলি আগ্রাসন হাসপাতালটিতে নতুন রোগী ভর্তির ক্ষমতা হাড়িয়েছে। হাসপাতলটি আগে থেকেই জ্বালানি, সরঞ্জাম এবং চিকিৎসা সরবরাহের ঘাটতি থেকে উদ্ভূত চ্যালেঞ্জিং পরিস্থিতির শিকার।’
আল-দাকরান সতর্ক করেন, ‘যদি হাসপাতালটি অপারেশন বন্ধ করে দেয় তবে এটি উপত্যকার জন্য একটি সত্যিকারের বিপর্যয় ঘটাবে।’
এদিকে দাতব্য সংস্থা মেডেসিনস সানস ফ্রন্টিয়েরস জানিয়েছে, গত মঙ্গলবার থেকে অন্তত ১২০ জনের বেশি মরদেহ স্থানীয় হাসপাতালে আনা হয়েছে, যাদের বেশিরভাগ নারী এবং শিশু।
অন্যদিকে গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবিরত হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৬ হাজার ৬০০ ছাড়িয়েছে। এছাড়া ৮২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: আনাদোলু
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581