অনলাইন ডেস্ক : ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-২। বুধবার রাত ৮টার দিকে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র্যাব-২। আজ রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581