অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত হবে। তিনি বলেন, এ সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত একদলীয় নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। সরকারও ক্ষমতায় থাকবে না। গতকাল রাজধানীর তোপখানা রোড থেকে পল্টন মোড় পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। ফারুক বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দল ক্ষমতায় থাকতে পারে না। আমার বিশ্বাস জনগণ বিএনপির সঙ্গে আছে, থাকবে। আগামী ৭ তারিখে ভোট বর্জনের মাধ্যমে জনগণের বিজয় সুনিশ্চিত হবে। তিনি বলেন, ৭ তারিখ আমরা পরিবার-পরিজন নিয়ে ঘরে থাকব। ভোট কেন্দ্রে যাব না। উপস্থিত ছিলেন কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, শাহ আবদুল্লার আল বাকি, ফজলে হুদা বাবুল, কৃষিবিদ শাহদাত হোসেন বিপ্লব, সহসাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, রবিউল হোসেন রবি, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581