অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ছিনতাইয়ের আশঙ্কা করছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের গণফোরাম মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান।
ভোটের দিন এমন পরিস্থিতি তৈরি হলে বর্জনের ষোষণাও দেবেন নির্বাচন।
মোকাব্বির খান বলেছেন, ‘পদে পদে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। বিভিন্নভাবে লোকজনকে ভয় দেখানো হচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে। আমার কাছে খবর আছে, সরকারি দলের লোকেরা পরিকল্পনা নিচ্ছে, কীভাবে জনগণের অধিকার ভোট ছিনতাই করবে। ভোট টেবিল কাস্ট করবে। ভোটের দিন দলীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে ভোট কেন্দ্র। এমন পরিস্থিত দেখা দিলে আমি নির্বাচন প্রত্যাখান করে বিচার প্রার্থী হব।’
বুধবার দুপুরে বিশ্বনাথ পৌর শহরের পুরাতন বাজারে নিজ নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি। এসময় দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু মিয়া, গণফোরাম নেতা নিজাম উদ্দিন, ব্যবসায়ী নেফুর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581