অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থানের জয়সলমিরের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনা ঘটেছে। বিএসএফের মহড়ার সময় একটি মর্টার ফেটে তিন জওয়ান আহত হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। বিএসএফস সূত্রে জানা গেছে, আহত তিন জওয়ানকে পোখরান হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁরা হলেন উদয়, সুবিমল এবং অভিষেক। বিএসএফের কমান্ডিং অফিসার (সিও) রণবীর সিংহ এই দুর্ঘটনার খবর পেয়েই আহতদের দেখতে হাসপাতালে যান। জানা গিয়েছে, তিন জনের মধ্যে উদয় এবং অভিষেকের অবস্থা আশঙ্কাজনক। সুবিমলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
তবে আরও ভাল চিকিৎসার জন্য আহত জওয়ানদের জোধপুরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, এই তিন জওয়ানই জোধপুরে প্রশিক্ষণ নিচ্ছিলেন। শুক্রবার দুপুরে ফায়ারিং রেঞ্জে মহড়া চলছিল। সেই সময় ৫১ মিলিমিটারের একটি মর্টার ফেটে যায়। ফিল্ড ফায়ারিং রেঞ্জে এর আগেও একাধিক বার দুর্ঘটনা ঘটেছে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581