অনলাইন ডেস্ক : ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আসামের বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে তিনি এ প্রতিক্রিয়া দেখান।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়ি ছুড়ে ফেলেন তিনি। এরপর সেখানে উপস্থিত নেতাকর্মীদের শাড়িটিতে আগুন ধরিয়ে দিতে নির্দেশ দেন। তার নির্দেশে সেটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেন নেতাকর্মীরা।
এরপর রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও মাথানত করব না।
তিনি বলেন, যে শেখ হাসিনা গুম, খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে... তাকে ভারত পছন্দ করে, কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না।
বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা বলেন, ভারত যা বলবে তাই শুনবে- এমনটা শেখ হাসিনার মতো দু-একজন থাকতে পারে। কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে।
এ সময় দলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581