অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় রাজধানীর ধানমন্ডি ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও মেট্রো হোমস লি. এর চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মো. শাহ আলম, সাবেক অতিরিক্ত সচিব মাহফুজুল হক, ব্যারিস্টার মওদুদ আহমদের সাবেক ব্যক্তিগত সহকারী মো. নূর উল্যাহ ও বসুরহাট পৌরসভা বিএনপির সহ-সভাপতি শওকত হোসেন সগিরসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বণার্ঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন। এসময় তার প্রশংসা করে বিভিন্ন স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তারা।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581