অনলাইন ডেস্ক : বিরোধী মত দমন ও লুটপাট আওয়ামী লীগের নেশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার মেঘা উন্নয়নের নামে মেঘা দুর্নীতি করছে। দশ হাজার কোটি টাকার কাজে ৫ হাজার কোটি টাকাই লুট। বিরোধী মত দমনে এরা হিটলারকেও হার মানিয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের না পেয়ে আটক করা হচ্ছে তার মা-বাবা, ভাই-বোন ও স্ত্রীকে। যা হিটলারও করেনি।
শুক্রবার রাজশাহী রাইফেলস ক্বাব নানকিং কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর তাঁতীদল আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাঁতীদল সভাপতি বলেন, নতুন প্রজন্ম ১৯৭২ থেকে ৭৫ সালের দুঃশাসনের কথা লোকমুখে শুনেছে। আজ তারা সেই আওয়ামী লীগের বর্তমান স্বৈরাচারী সরকারের শাসন প্রত্যক্ষ করছেন। এই প্রজন্মও একদিন আগামী প্রজন্মের কাছে বর্তমান অত্যাচারী আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থার কথা তুলে ধরবে।
আবুল কালাম আজাদ বলেন, আজকে দমননীতির কারণে জনগণ এ সরকারকে দানবীয় সরকার বলে। এই দানবীয় সরকারের কাছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংস্কৃতিকসেবীসহ কোনো গুণীজনই নিরাপদ নয়। এদেশকে সকলের কাছে বাসযোগ্য করে তুলতে হলে, নিরাপদ রাষ্ট্র গড়ে তুলতে হলে এ সরকারকে বিদায় করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে হবে।
জেলা তাঁতীদলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা।
এতে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু, মহানগর সভাপতি মোশারফ হোসেন (কাজল), সাধারণ সম্পাদক মো. মিলন শেখ, জেলা সাধারণ সম্পাদক এম মুঈদ খান প্রমুখ।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581