অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করার অনুমতি পেয়েছে বিএনপি। শুক্রবার রাতে মতিঝিল জোনের ডিসি মো. আহাদ মৌখিক অনুমতির বিষয়টি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে জানান। মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন বিএনপি সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, সকালে মহান বিজয় দিবসে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপি নেতারা। সেখান থেকে ফিরে বিজয় র্যালিতে অংশ নেবেন তারা। শনিবার দুপুর একটায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581