অনলাইন ডেস্ক : ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বাগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের রুসন আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান শুক্রবার দিবাগত-রাত ৯ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া দক্ষিণ পাড়ার রুসন আলীর ছেলে কাওছার আহমদ চোরাই পথে ভারতীয় চিনি পাচারের জন্য বিছনাকান্দি সীমিত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের একটি বাগানের পাহারাদার কাওছারকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করলে ঘটনাস্থলেই গুলির আঘাতে কাওছারের মৃত্যু হয়। এসময় কাওছারের সাথে থাকা অপর যুবক মোটরসাইকেল যোগে কাওছারের মৃতদের বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানার এসআই এনামুলকে কাওছারের বাড়িতে প্রেরন করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে এক দল পুলিশসহ গোয়াইনঘাট থানার এসআই এনামুলকে ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠিয়েছি। তবে যুবকটি কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581