অনলাইন ডেস্ক : ৭ জানুয়ারির ভোট বর্জনসহ সরকার পতনের অসহযোগ কর্মসূচির সমর্থনে আজ তিন দিনের দ্বিতীয় দফা গণসংযোগ কর্মসূচি শুরু করছে বিএনপিসহ সমমনা দলগুলো।
বিএনপিসহ যুগপৎ আন্দোলনে শরিক দল এবং জোটগুলো ঢাকাসহ সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালন ও লিফলেট বিতরণ করবে।
গণতন্ত্র মঞ্চ আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে, ১২ দলীয় জোট তোপখানা রোডের বিএমএ ভবনের সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট তোপখানা রোড, এলডিপি বিজয় নগর নাইটিঙ্গেল মোড়, গণ অধিকার পরিষদ (ভিপি নূর), গণফোরাম, লেবার পার্টি ও পিপলস পার্টি বিজয় নগর পানির ট্যাংকের সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিচায় ডিআরইউর সামনে, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবি পার্টি বিজয় নগর বিজয় একাত্তর হোটেলের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করবে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581