অনলাইন ডেস্ক : বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপির চোখে সবাই সমান, সংখ্যালঘু বলে কেউ নেই। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। আমরা আমাদের কর্ম দিয়ে আপনাদের আস্থা ও ভালোবাসা চাই। সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম, আছি, থাকবো। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
শনিবার বিকালে কালাই উপজেলার কর্মকার পাড়ায় কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময়ই একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বে পরিচিত। আমরা হিন্দু-মুসলমান একসাথে মিলে মিশে বসবাস করি। এ দেশের পূজাসহ সব অনুষ্ঠান উৎসব মনে করেই সেখানে মুসলিমরা অংশগ্রহণ করে। সব ধর্মের লোকজনের ঐক্যবদ্ধ সংগ্রামে বিজয়গাঁথার দেশ বাংলাদেশ।
এ সময় কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581