অনলাইন ডেস্ক : দেশে বাণিজ্যিক ও রপ্তানির উদ্দেশে ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে স্কাই বিজ লিমিটেড নামের একটি কোম্পানি। চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে দুই একর জায়গা নিয়ে ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে প্রতিষ্ঠানটি। এতে মোট বিনিয়োগের পরিমাণ ৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার বেপজা কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর করবে কোম্পানিটি। স্কাই বিজের কর্মকর্তারা বলেন, সাধারণত বাণিজ্যিক ও সেবামূলক বিভিন্ন কাজে ব্যবহৃত এসব ড্রোন বিশ্বজুড়ে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল (ইউএভি) নামে পরিচিত। আমরা মোট ১০টি মডেলের ইউএভি তৈরি করব। এর মধ্যে আগামী জানুয়ারি মাসেই দুটি মডেলের উৎপাদন শুরু হবে। অগ্নিনির্বাপণের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন রোটারি উইং ইউএভি এবং সিনেমাটোগ্রাফি, ম্যাপিং ও সার্ভিলেন্স উপযোগী ফিক্সড উইং বা ভিটল তৈরি করবে স্কাই বিজ। তবে কারখানাটি পুরোপুরি চালু হলে এখান থেকে বছরে ১৬৯ মিলিয়ন ডলারের ড্রোন রপ্তানি হবে। স্কাই বিজের ব্যবস্থাপনা পরিচালক জসীম আহমেদ বলেন, স্কাই বিজের সব কটি মডেলের ডিজাইন, সফটওয়্যার, ফ্লাইট কন্ট্রোল নিজেদেরই উদ্ভাবিত। তবে যন্ত্রাংশ ও কাঁচামাল আপাতত আমদানি করতে হচ্ছে। পর্য়ায়ক্রমে এগুলো স্থানীয়ভাবে উৎপাদনের পরিকল্পনা রয়েছে আমাদের।
তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে কীটনাশক স্প্রে, অগ্নিনির্বাপণ, পণ্য সরবরাহ, দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা প্রভৃতি সেবামূলক কাজে ব্যবহার করা যাবেন এসব ইউএভি। ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই এ ধরনের ড্রোনের ব্যাপক চাহিদা রয়েছে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581