অনলাইন ডেস্ক : বরিশাল জেলা ছাত্রদল তাদের আওতাধীন ৯ উপজেলার ৬৫ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান। প্রথমবারের মতো মাদ্রাসা ও মহিলা কলেজেও কমিটি দেওয়া হয়েছে।
বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান জানান, জেলার ৯টি উপজেলায় প্রথমবারের মতো এক সাথে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দেওয়া হয়েছে। তবে সদর উপজেলা বাদ রয়েছে। ঘোষিত কমিটির মধ্যে ১২টি মাদ্রাসা, তিনটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও একটি মহিলা মাদ্রাসাও রয়েছে।
তিনি বলেন, মাদ্রাসা ও মহিলা কলেজ থেকে প্রচুর আগ্রহী থাকায় কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটির মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ১৮টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ৯ টি, হিজলা উপজেলা ৪টি, বানারীপাড়া উপজেলা ৫টি, উজিরপুর উপজেলা ৭টি, বাবুগঞ্জ উপজেলা ৪টি, মুলাদী উপজেলা ৯টি, গৌরনদী উপজেলা ৫টি এবং আগৈলঝাড়া উপজেলায় ৪টি প্রতিষ্ঠান রয়েছে।
মাদ্রাসার মধ্যে তিনটি বাকেরগঞ্জে, মুলাদীতে তিনটি, আগৈলঝাড়ায় দুইটি, বাবুগঞ্জ, হিজলা এবং গৌরনদীতে একটি আছে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581