অনলাইন ডেস্ক : ইসরায়েলি পার্লামেন্ট সোমবার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র (UNRWA) কার্যক্রম নিষিদ্ধ করতে একটি বিল পাস করেছে। এই বিলের পক্ষে ৯২ ভোট এবং বিপক্ষে ১০ ভোট পড়ে। এই বিল পাশের মাধ্যমে গাজাসহ অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির কার্যক্রম কার্যত বন্ধ হতে পারে।
জাতিসংঘের এই সংস্থা দীর্ঘ সাত দশক ধরে ফিলিস্তিনি শরণার্থীদের খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের মতো জরুরি সহায়তা দিয়ে আসছে।
ইউএনআরডব্লিউএ মুখপাত্র জুলিয়েট তৌমা এই পদক্ষেপকে “মর্মান্তিক” আখ্যা দিয়েছেন। তিনি বলেন, গাজায় এটি বাস্তবায়িত হলে এটি মানবিক সহায়তায় মারাত্মক প্রভাব ফেলবে।
এদিকে, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে এবং গাজায় ত্রাণ কার্যক্রমের জন্য সংস্থাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে। ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য গাজা এবং পশ্চিম তীরের কয়েকটি এলাকায় ইউএনআরডব্লিউএ হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
বিল পাসের পর ইসরায়েলি আইনপ্রণেতা এবং বিলের অন্যতম প্রস্তাবক ইউলি এডেলস্টেইন দাবি করেন, হামাসের সাথে ইউএনআরডব্লিউএ’র একটি গভীর সংযোগ রয়েছে, যা ইসরায়েল কখনোই মেনে নেবে না। ইসরায়েলি আইনপ্রণেতা বোজ বিসমুথ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ ইউএনআরডব্লিউএকে যেভাবে দেখে, ইসরায়েলিরা তাদের সেভাবে দেখে না।
ইউএনআরডব্লিউএ’র বিরুদ্ধে ইসরায়েলের এমন শত্রুতামূলক পদক্ষেপের ফলে গাজা উপত্যকায় সংস্থাটির ২৩৩ জন কর্মীর মৃত্যু হয়েছে এবং যুদ্ধ শুরু হওয়ার পর দুই-তৃতীয়াংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ১৯৪৯ সালে ইউএনআরডব্লিউএ প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকে সংস্থাটি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাহায্য প্রদান করে আসছে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581