অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, পিআর পদ্ধতি মানে আপনি ভোট দিবেন নোয়াখালীতে, এমপি হবেন পার্বত্য চট্টগ্রাম বা উত্তরবঙ্গের কোনো নেতা। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন মানে একটা ধোঁকাবাজি।
মঙ্গলবার সন্ধায় নিজ নির্বাচনী এলাকায় নোয়াখালীর চৌমুহনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরকত উল্যাহ বুলু বলেন, জামায়াতসহ কিছু দল পিআর পদ্ধতিতে ভোট চায়, কারণ তারা জনগণের কি হবে সেটা ভাবে না। আপনি এলাকার যাকে ভোট দিবেন, তিনি এমপি নির্বাচিত হয়ে আপনার সুখে দুঃখে থাকবে, আপনিও বিপদে আপদে তার সহযোগিতা পাবেন। সুতরাং জনগণ পিআর নয়, প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলমসহ অনেকে উপস্থিতি ছিলেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581