1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
পাড়া-মহল্লায় পুলিশ দিয়ে দমিয়ে রাখার সময় শেষ: সরকারকে ফারুক - ধানের শীষ
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ :
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে, এমন দাবি ভিত্তিহীন: প্রেস উইং রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান মানুষের ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন: ভাসানটেকে তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা ১৫ বছর যারা ভোট ডাকাতি করেছে, তাদের সঙ্গে এদের পার্থক্য: তারেক রহমান ভালুকায় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা ভোটের লড়াইয়ে বিএনপির ৭৪ বিদ্রোহী প্রার্থী; বহিষ্কার আরও ৫৯ আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ এনসিপির এলিটিজম বনাম তৃণমূল রাজনীতির বাস্তবতা, গণতন্ত্রের নামে কার রাজনীতি? গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

পাড়া-মহল্লায় পুলিশ দিয়ে দমিয়ে রাখার সময় শেষ: সরকারকে ফারুক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৪৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠা ব্যক্তিদের সরকার কেন গ্রেপ্তার করছে না, এ নিয়ে সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, ‘আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, সংসদের ডেপুটি স্পিকারের ছেলে ২০০ কোটি টাকা কর না দিয়ে থাইল্যান্ড চলে গেছেন। তাদের গ্রেপ্তার করা হয় না। লজ্জা হয় না, আজীজকে কেন গ্রেপ্তার করা হয় না। তাদের আইনের আওতায় আনা হলো না। এই প্রশ্ন এখন জনগণের কাছে। পাড়া মহল্লায় পুলিশ দিয়ে দমিয়ে রাখবেন। সময় কিন্তু শেষ এভাবে আর দামিয়ে রাখতে পারবেন না।

বুধবার বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

বিএনপির এই নেতা বলেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছি, গোলামির জন্য নয়। আজকে চোর-ডাকাত সরকার বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে।

ফারুক বলেন, পৃথিবীর ইতিহাস বলে স্বৈরাচার কিছুদিন থাকতে পারে। বৃটিশ, পাকিস্তানের গোলামী করেছে দেশের মানুষ। আমি কিন্তু বাংলাদেশি, আমরা কারো গোলামি করিনি। আপনারা কি শেখ হাসিনার গোলামী করবেন? আমাদের মা খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

তিনি বলেন, হাছান মাহমুদ (পররাষ্ট্রমন্ত্রী) বলেন, আমাদের নেতা তারেক রহমানকে নাকি চুপিচুপি দেশে নিয়ে আসবে। তারেক রহমান কাপুরষ নন। তাকে ঠেকানোর সেই শক্তি আওয়ামী লীগের নেই। তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন, সেইদিন বাংলদেশের বিমান বন্দরের জায়গা হবে না। দোয়া করি, তাকে যেন সুস্থ রাখে।

ফারুক বলেন, নেতাকর্মীরা বহু জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। আর অল্প কিছু দিন সহ্য করুন। বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে। ৭ জানুয়ারি তারেক রহমান দেখিয়ে দিয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ ভোট কেন্দ্রে যায়নি। মানুষ বুঝিয়ে দিয়েছে। কদিন আগে উপজেলা নির্বাচন হয়েছে এখানেও ভোট কেন্দ্রে মানুষ যায়নি।

বিএনপির এই নেতা বলেন, সরকারকে বলতে চাই, বেনজীরকে খুঁজে আনেন, জেলে ভরেন। তাহলে বুঝবো আপনারা জনগণের পক্ষে চোরের পক্ষে নয়। পুলিশ প্রশাসনের সব লোককে খারাপ বলবো না। কিছু অসাধু লোকের জন্য পুরো বাহিনীকে খারাপ বলা যাবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। এতে প্রধান বক্তা বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ সময় বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, তরুণদে, বেলাল উদ্দিন সরকার তুহিন, নুরে আলম সিদ্দিকী, আরিফুর রহমান শামীম ভিপি, শামীম আসাদুজ্জামান শাহিন, তাজুল ইসলাম (ভিপি তাজুল) প্রমুখ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট