আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ডাকাত দমনে টহলের সময় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রহিম ইয়ার খান এলাকার এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
পুলিশ জানিয়েছে, রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে ডাকাত ধরতে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে বলে জানা গেছে।
গত কয়েক বছরে পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়েছে। তবে একক কোনো হামলায় এত সংখ্যক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা বিরল।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাতদের প্রতিরোধে দেশটির নিরাপত্তা বাহিনী প্রায়ই অভিযান চালায়। ডাকাতরা গ্রাম ও জঙ্গল এলাকায় গা-ঢাকা দিয়ে থাকে। তারা প্রায়ই লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581