অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সহ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েলসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দাবিতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল করেছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে মিছিলটি রাজধানীর কাকরাইল নাইট এঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিজয় নগর গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, জসিম উদ্দিন সম্রাট, ঢাবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসানুর রহমান হাসান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সহ সাংগঠনিক সম্পাদক ডালিম সিকদার, সদস্য শাহাদাত হোসেন মারুফ, রেজাউল করিম রেজা, নুর ইসলাম, মের্শেদ আলম বাবলু, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সভাপতি তারেক, ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আতিক-সহ নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581