অনলাইন ডেস্ক : দলের নির্যাতিতদের সার্বিক সহযোগিতা করতে এবার নতুন সেল গঠন করেছে বিএনপি। এই সেলের নাম ‘আমরা বিএনপি পরিবার’।
আজ শুক্রবার বিকালে দলটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে এ সেল করা হয়েছে।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মনকে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনকে (মিথুন)।
সেলের সদস্যরা হলেন নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মো. মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাকিল আহমেদ, মো. রুবেল আমিন ও মো. শাহাদত হোসেন।
এছাড়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে এই সেলের উপদেষ্টা করা হয়েছে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581