অনলাইন ডেস্ক : ‘আগামী নির্বাচন যেহেতু আগের পদ্ধতিতেই হবে, সেখানে নির্বাচন কমিশনের জায়গা থেকে একটা সুনির্দিষ্ট বিধান করা যে আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্ততপক্ষে শতকরা ২০ ভাগ নারী প্রার্থী দিতে হবে।’
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
এর আগে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো পৃথকভাবে ব্রিফিং করে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, আমরা ১০০ আসনে নারীর সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনকে সমর্থন দিয়েছি।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581