অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভোট চাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে মানুষের কাছে যেতে হবে। শহীদ পরিবারের কাছে যেতে হবে। তখন রাজনৈতিক দলগুলো প্রশ্নের সম্মুখীন হবে যে, কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে। ফলে সংস্কার ও বিচার অসম্পূর্ণ রেখে আমরা নির্বাচনের দিকে যেতে পারি না। নির্বাচনের জন্যই সংস্কার ও বিচার প্রয়োজন।
বৃহস্পতিবার রাজধানী মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে বলছি, নির্বাচন আপনি নির্ধারিত সময় অনুযায়ী করেন। কিন্তু নির্বাচনের আগে এই সংস্কার ও বিচার সম্পূর্ণ করেন এবং সেই পরিকল্পনার রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করুন। অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি নিয়েই সরকার গঠন করেছে। আর এ প্রতিশ্রুতি হচ্ছে বিচার, সংস্কার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। ফলে অবশ্যই এ সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে, আপনাদের সেই আশাটি দেওয়া যে, আমরা আপনাদের সঙ্গেই আছি, আপনাদের জন্যই আছি। হয়তো সব সময় আপনাদের কথা শোনা সম্ভব হয়ে উঠছে না। দেশেরও একটি পরিস্থিতি আছে। আমাদের অনেক কিছু নিয়ে এখন কথা বলতে হচ্ছে। যে স্বপ্ন নিয়ে আপনাদের সন্তানরা আন্দোলনে গিয়েছিল, আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা নির্যাতিত হয়েছি, আমরা হয়তো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। ফলে যারা বেঁচে গিয়েছি, তাদের দায়িত্বটাই এখন অনেক বেশি। সেই জায়গা থেকে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আছি, এ বিচারগুলো এবং শহীদদের আকাঙ্ক্ষা ও সম্মান নিশ্চিত করার জন্য।
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির এ আহ্বায়ক বৃষ্টিতে ভিজে মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় পথসভা করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ দলটির কেন্দ্রীয় ও মোহাম্মদপুরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581