অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশনের সপ্তম কমিশন সভা।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে জানান, সভায় ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ এবং ‘জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করছে।
এরই অংশ হিসেবে এই সভাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581