অনলাইন ডেস্ক : নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিমুল ইহছানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পৌর শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি আমিমুল ইহছান। ওই মামলায় অজ্ঞাতসহ আরও ১০০-১৫০ জন আসামি রয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসান জোবায়ের হিমেল বলেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে প্রতিদিন পুলিশের হাতে নেতাকর্মীরা আটক হচ্ছে। তার নামে (আমিমুল ইহছান) মামলা কোনো মামলা নেই।
ওসি মাসুদুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমিমুল ইহছান গ্রেফতার করা হয়েছে। তিনি নাশকতার সঙ্গে জড়িত কি না তদন্ত সাপেক্ষে জানাবো। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581