ধানের শীষ নিউজ ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে প্রায় ১ হাজার এতিম শিশু এবং ২শ জন ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহাদেবপুর উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ফজলে হুদা বাবুল।
এছাড়া মহাদেবপুর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো সহ উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, আওয়ামী লীগ হুজুর পেটানো এবং ভারতের দালালির রাজনীতি করে। তারা মানুষের টুপি পড়ে ঘোরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তারা ইমামদেরও ছাড় দেয়নি। অন্যদিকে বিএনপির চেয়ারপার্সন দেশরত্ন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজনীতি করেও মানুষের অধিকার হরন তো দুরের কথা নিজে গাড়ি-বাড়ীরও মালিক হননি।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581