অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।’
বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় আজ শনিবার দুপুরে বাগেরহাটে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোরেলগঞ্জ উপজেলাবাসী আয়োজিত এই অনুষ্ঠানে মঈন খান বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশে দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীনার সুভল পাচ্ছে।’
‘ছাত্ররাই গুলির মুখে দাঁড়াতে জীবন দিতে দ্বিধা করেনি। ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই-আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল। তাই ছাত্রদলের অবদান জাতিকে স্মরণ করতে হবে।’
মঈন খান আরও বলেন, ‘আমি যে লেখাপড়া করেছি তা নীতির প্রশ্নে আপস না করার লেখাপড়া। আমি যে লেখাপড়া করেছি তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আদর্শের লেখাপড়া, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন।’
মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে মোড়েলগঞ্জ আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত এই গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ স্থানীয় বিএনপির নেতারা।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581