অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যখনই দেশ সংকট বা ক্রান্তিকালের মুখোমুখি হয়েছে, তখনই জিয়া পরিবার নেতৃত্ব দিয়ে দেশকে পথ দেখিয়েছে।
শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের বতটলী সিরাজউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে এরশাদকে পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আর আজ তারেক রহমান দেশের এই ক্রান্তিকালে হাল ধরেছেন ভোটাধিকার ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে।
তিনি আরও বলেন, দেশে যখনই রাজনৈতিক বা জাতীয় সংকট দেখা দিয়েছে, তখনই জিয়া পরিবারের সদস্যরা জনগণের পাশে দাঁড়িয়েছেন। বর্তমান সময়ের এই সংকটের সমাধানও আসবে জিয়া পরিবারের নেতৃত্বে।
আরাফাত রহমান কোকোকে স্মরণ করে আমানউল্লাহ আমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব। তিনি মাদকমুক্ত প্রজন্ম গঠনে খেলাধুলাকে উৎসাহিত করতেন। যুব সমাজকে সেই আদর্শে উদ্বুদ্ধ করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিবছর এই উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্ট আয়োজন করা হোক।
তারানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581