বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এন এম সিরাজুল ইসলাম ও মহাসচিব জাফর আহম্মদ জয়।
শনিবার ২৯/১১/২০২৫ ইং তারিখে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জাতীয় পার্টির নেতৃবৃন্দ এই উদ্বেগ প্রকাশ করে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শারীরিক সুস্থতা কামনা করেছেন। একইসঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টিসহ দল মত নির্বিশেষে দেশের সকল মানুষকে তার সুস্থতা কামনায় স্রষ্টার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বেগম জিয়া শুধু বিএনপি চেয়ারপার্সনই নয়, তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক লড়াই সংগ্রামের অগ্রসৈনিক আপোষহীন নেত্রী। তার সুস্থতা শুধু একটি রাজনৈতিক দলের বিষয় নয়, এটি সমগ্র জাতির অনুভূতির সঙ্গে জড়িত।
নিশ্চয় সরকার এবং তার দল বিএনপি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করবার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের বিশ্বাস, দেশের অগণিত মানুষের প্রার্থনায় সর্বশক্তিমান আল্লাহ বেগম খালেদা জিয়াকে আবারো পরিপূর্ণ সুস্থতা প্রদান করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার সুযোগ প্রদান করবে। বার্তা প্রেরক, মনির হোসেন কাজী, যুগ্ম মহাসচিব।
—প্রেস বিজ্ঞপ্তি।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581