২ এপ্রিল ২৪ Professionals Movement of Bangladesh আয়োজিত ইফতার মাহফিল শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ- আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা নেতৃত্ব দিন, নেতৃত্ব নিন।

দেশের ক্রান্তিকালে যারা কাজ করবেন তারাই দেশপ্রেমিক। আগামী আন্দোলনে প্রতিটা নেতা কর্মী জান বাজী রেখে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষা করতে হবে।
এডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ বলেন ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা আপনার ও আমার ঈমানী দায়িত্ব। বিজাতীয় আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে এডভোকেট আমিনুল হককে সভাপতি ও ডা. আরিফুর রহমান মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট Professionals Movement of Bangladesh এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581