প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬০ তম জন্মদিনে শুভেচ্ছা বাংলাদেশ জাতীয় পার্টি।
২০, নভেম্বর-২০২৪ইং বাংলাদেশ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.এন.এম সিরাজুল ইসলাম ও মহাসচিব জাফর আহম্মদ জয় এক যুক্ত বিবৃতিতে এই শুভেচ্ছা জানিয়েছেন।
তারেক রহমানের দূরদর্শী রাজনীতির ভূয়সী প্রশংসা করে বিবৃতিতে নেতৃদ্বয় বলেন- গতানুগতিক রাজনীতির বাইরেও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে। স্বৈরাচার হাসিনার সরকার রানৈতিক হীনস্বার্থে স্বাধীনতার পক্ষ-বিপক্ষের ধুয়া তুলে জাতীকে বিভক্ত করে রেখেছিল, এর বিপরিতে জনাব তারেক রহমানের গ্রহীত উদারনীতি ও দূরদর্শী সিদ্ধান্ত একটি মর্যাদাপুর্ণ ঐক্যবদ্ধ জাতী গঠনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।
নেতৃদ্বয়, জনাব তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচার হাসিনার সরকারের দায়েরকৃত মিথ্যা ভিত্তিহীন সকল মামলা অনতিবিলম্বে নির্বাহী আদেশ দিয়ে বাতিল করে তাঁকে দেশে ফেরার সুযোগ করে দেয়ার জন্য অর্ন্তবতীকালিন সরকারের প্রদান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি আহবান জানান।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581