অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কমিশন সংস্কার কার্যক্রম হাত দিয়েছেন। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাড়াহুড়ার করছেন, তাড়াহুড়ার প্রয়োজন নেই, সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন হবে।
আজ সকাল মঙ্গলবার সাড়ে ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মতবিনিময় সবার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, এক দফা আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা পতন হয়েছে। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন, সরকার সেই এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সব শেষে উপদেষ্টা অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে কম্বল প্রদান করেন। এসময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581