অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (২১ নভেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনসমূহকে তালিকাভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত সংস্কার বা পুনর্নির্মাণের কোনো বিকল্প নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়, যার ফলে দেশের বিভিন্ন জায়গায় বহু মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বসবাসরত অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের জরাজীর্ণ ভবনসমূহের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার স্মারকলিপি দিলেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। আজ সকালে সৃষ্ট ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে পুনরায় জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব ঝুঁকিপূর্ণ ভবনসমূহকে তালিকাভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত সংস্কার বা পুনর্নির্মাণের কোনো বিকল্প নেই।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581