অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দফায় দফায় সংঘর্ষের পর উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাবিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশের একটা ফোর্স সাঁজোয়া যানসহ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেয়। পুলিশের অবস্থানের পর ছাত্রলীগ নেতাকর্মীরাও হলগেটে অবস্থান নিয়েছে।
উপস্থিত কর্মকর্তারা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
সোমবার দুপুর থেকেই আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে ঢাবির হলপাড়া ছিল উত্তপ্ত। বিকালে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেলে বিকাল পাঁচটার দিকে সেখানেও সংঘর্ষ বাঁধে। একই সময়ে শহিদুল্লাহ হলের সামনেও পুনরায় সংঘর্ষ হয়। এসময় ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
হামলা-সঘর্ষে তিনজন গুরুতর আহতসহ অন্তত দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আহতদের অনেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢামেকে অন্তত ১৫৫ জনের চিকিৎসা গ্রহণের তথ্য পাওয়া গেছে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581