অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আটটি সাংগঠনিক ‘জোন কমিটি’ গঠন করা হয়েছে।
রবিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জোন কমিটি ঘোষণা করেন।
জোন ১ অঞ্চলের মধ্যে রয়েছে পল্টন ও মতিঝিল থানা। এই জোনের প্রধান ফরহাদ হোসেন। জোন ২ খিলগাঁও ও সবুজবাগ নিয়ে গঠিত। এই জোনের প্রধান কে. সেকান্দার কাদির। জোন-৩ শাহবাগ ও রমনা এলাকা নিয়ে গঠিত। এই জোনের প্রধান মকবুল হোসেন সরদার। আর জোন-৪ নিউ মার্কেট ও হাজারীবাগ-ধানমন্ডি এলাকা নিয়ে গঠিত। জোন প্রধান আব্দুস সাত্তার।
এছাড়া, চকবাজার ও লালবাগ এলাকা নিয়ে জোন-৫ গঠিত। এই জোনের প্রধান আ. ন. ম. সাইফুল ইসলাম। জোন-৬ সূত্রাপুর ও গেন্ডারিয়া এলাকা নিয়ে গঠিত। এর প্রধান হারুনুর রশিদ হারুন।
তাছাড়া, যাত্রাবাড়ী ও ডেমরা অঞ্চল নিয়ে গঠিত জোন-৭, প্রধান হাজী মনির হোসেন চেয়ারম্যান এবং শ্যামপুর- কদমতলী গঠিত জোন-৮, প্রধান লিটন মাহমুদ।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581