অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝালকাঠি জেলার দুইটি সংসদীয় আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার দুপুরে ঝালকাঠি-২ আসন থেকে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে রবিবার বিকালে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল রাজাপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন।
এছাড়া ঝালকাঠি সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী হিসেবে মাসুদ পারভেজ সোহেল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহ করতে আসা প্রার্থীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানান এবং ভোটারদের আকৃষ্ট করতে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন জানান, এখন পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনটি, ঝালকাঠি সদর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একটি এবং কাঠালিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581